নতুন ছবির শুটিং শুরু করলেন পরিচালক রাজ চক্রবর্তী । দীর্ঘ সাত বছর পর এসভিএফ-এর প্রযোজনায় কাজ করছেন পরিচালক । ছবির নাম এখনও জানা যায়নি । তবে, রাজের সিনেমায় চমক এবার মিঠুন চক্রবর্তী । সুস্থ হয়েই শুটিং ফ্লোরে কামব্যাক করলেন 'মহাগুরু' । উল্লেখ্য,ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি ছিলেন । তবে, এখন তিনি পুরোপুরি সুস্থ । তাই, জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা । সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ছবি শেয়ার করেছেন রাজ নিজেই ।
বুধবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে । রাজের পোস্ট করা ভিডিওতে দেখা গেল প্রথম দিনের শুটিংয়ের টুকরো মুহূর্ত । যেখানে দেখা গেল,পরিচালকের আসনে রাজ । চলছে শুটিংয়ের প্রস্তুতি । ফ্লোরে ঢুকলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । সব প্রস্তুত । তারপরই অ্যাকশন বললেন রাজ আর শট দিলেন মহাগুরু । শুটিং ফ্লোরে দেখা গেল সোহিনী সেনগুপ্ত, অনসূয়া মজুমদার ও সোমা চক্রবর্তীকেও ।
ভিডিও-র শেষে রাজকে বলতে শোনা যায়, 'এসভিএফের ১৬৫তম প্রোডাকশন এটা । একটা ফ্যামিলি ড্রামা নিয়ে তৈরি হচ্ছে ছবি। দীর্ঘদিন বাদে এসভিএফের সঙ্গে কাজ করছি আমি। একটা দুর্দান্ত সেট তৈরি করা হয়েছে। এটা তৈরি করেছে মৃদুল আর শাশ্বতী। মানসের ক্যামেরা,প্রথমদিন শ্যুটে এসে মিঠুনদাও ভীষণ খুশি। বার বার মানসকে বলছে, মানস কেয়া বাত , কেয়া বাত। খুব সুন্দরভাবে শ্যুটিং চলছে।'
রাজের ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় । তবে, প্রথম দিনের শুটিংয়ে তাঁদের কোথাও দেখা যায়নি । তবে এই ছবির নাম কী তা অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক রাজ কিংবা প্রযোজনা সংস্থা এসভিএফ ।