বহিরাগত ইস্যু নিয়ে চিরকালই রাজনৈতিক ময়দানে তর্ক-বিতর্কে জড়িয়েছে তৃণমূল আর বিজেপি। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা তথা রাজ্য বিজেপির পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী ।
চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী অভিনীত সুমন ঘোষ পরিচালিত ছবি 'কাবুলিওয়ালা'। ছবি মুক্তির আগে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। সেই সাক্ষাৎকারেই ওঠে বহিরাগত প্রসঙ্গ। অভিনেতাকে জিজ্ঞেস করা হয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আফগানিস্তান থেকে আসা এক জন ব্যবসায়ীকে আসলেই কী মেনে নিতে পারবে মানুষ?
আরও পড়ুন - এক ছাদের তলায় সৌম্য-সন্দীপ্তার গায়ে হলুদ, শিফন শাড়িতে কনে যেন ঠিক সকালের সূর্য
এই বিষয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানিয়েছেন, স্বার্থ জড়িয়ে থাকলে এই আলোচনা হবে। স্বার্থ ফুরোলে তবেই এই বিষয়ে বলা সম্ভব। কারণ বাইরে থেকে কেউ এক কোটি টাকা দিলে তাঁর সঙ্গে আত্মীয়তা তৈরি হবে। তখন তাঁকে বহিরাগত মনে হবে না। কিন্তু আপনার কোনও স্বার্থ না থকলে তখনই তাঁকে বহিরাগত মনে হবে।'