সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty)। সে কথা সকলেরই জানা। কিন্তু কাবুলিওয়ালার মিনি কে হচ্ছে? তা নিয়ে তৈরি হয়েছিল বিস্তর কৌতুহল।
এবার সেই গুঞ্জনে সিলমোহর। শোনা যাচ্ছে কাবুলিওয়ালার মিনি হচ্ছে অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। ইতিমধ্যে নাকি শুটিংও শুরু হয়ে গিয়েছে। যদিও অনুমেঘার মা এই বিষয়ে কিছু জানায়নি।
আরও পড়ুন - রাজ্যের জন্মদিনে এলেন না শরিফুল রাজ, বাবাকে ছাড়াই ছেলের জন্মদিন পালন পরীর?
কে এই অনুমেঘা?
একসময়ের বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের ছোট্ট মিষ্টি ভূমিকায় অভিনয় করেছিল শিশুশিল্পী অনুমেঘা কাহালি। মিঠাইয়ের পর্দার মেয়ে অনুমেঘারই এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে।