পুজোর আমেজ চারিদিকে। এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শিবপ্রসাদ নন্দিতার পরিচালনায় গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে মিমির পুজোর ছবি ‘রক্তবীজ’, এবার এই পরিচালকদ্বয়ের হাত ধরে বলিউডে পা রাখছেন মিমি চক্রবর্তী। আগামী ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)।
Madhumita Sarcar-Durga Puja 2023: ‘খাওয়াতো সবে শুরু’, কাঠি আইসক্রিম দিয়ে পেটপুজোয় 'বোধন' মধুমিতার
পরিচালকদ্বয়ের হিট ছবি ‘পোস্ত’, এই ছবিরই হিন্দি ভার্সন শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী। বাংলা ছবিটিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যের মতো তাবড় অভিনেতারা। মায়ের চরিত্রে হিন্দি ছবিতে থাকছেন মিমিই। অন্যান্য চরিত্রে বদল হবে মুখ। পরেশ রাওয়াল (Paresh Rawal), নীনা কুলকার্নিদের (Neena Kulkarni) দেখা যাবে অন্যান্য চরিত্রে।