টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী । হাতে তাঁর একের পর এক কাজ । তবে, শুটিংয়ের ফাঁকেই ঘুরছেন, 'মি টাইম'-ও কাটাচ্ছেন । অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে গেলেই নজরে পড়বে সবটাই । কারণ কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন...খুঁটিনাটি সবই তিনি শেয়ার করেন নেটমাধ্যমে । বুধবারও একটি ভিডিও শেয়ার করেছেন মিমি । যেখানে জানা গেল, তাঁর হ্যাপিনেজ-এর কারণ ।
বাগান, গাছ বরাবরই খুব ভালবাসেন মিমি । কাজের ফাঁকে সময় পেলেই মিমি চলে যান বাগানে । নিজের হাতে গাছ লাগান, পরিচর্যা করেন । এর আগে গাছে উঠে ফল পাড়তেও দেখা গিয়েছিল তাঁকে । গাছ থেকে কমলালেবু পেড়েও খেয়েছিলেন । এবারও তিনি গাছে উঠে পাড়লেন ঝুড়ি ভর্তি জামরুল । আর এটাই তাঁর কাছে বড় হ্যাপিনেজ । ভিডিও শেয়ার করে ক্যাপশনে মিমি লেখেন,'হ্যাপিনেজ হল গাছ লাগানোর পর তাতে ফল ধরা, তারপর সেই ফল পেড়ে খাওয়া ও সকলের মধ্যে ভাগ করে দেওয়া ।'
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে মিমি চক্রবর্তীর 'আলাপ' । 'রক্তবীজ'-এর পর ফের আবিরের সঙ্গে জুটি বাঁধবেন তিনি । শুধু টলিউড নয়, ঢালিউডেও এবার ঝড় তুলতে তৈরি মিমি । বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন টলি ডিভা । তুফান সিনেমায় দেখা যাবে তাঁকে ।