সাংসদ অভিনেত্রী মিমি চরবর্তী টলিউডের ডিভা। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় তিনি। তাঁর ইন্সটা হ্যান্ডেলে চোখ বোলালেই উঠে আসে নিত্য নতুন আপডেট। শাড়ি হোক বা সালোয়ার ওয়েস্টার্ন হোক কিংবা পার্টি লুক -মিমি সাজলে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে ওঠে অনুরাগীদের পক্ষে।
শনিবার মিমি ইন ব্ল্যাক। দিলজিৎ এর গানে কালো পোশাকে সত্যি সত্যিই সকলের ‘দিল’ জিতে নিয়েছেন মিমি। কালো বডি হাগিং পোশাকে নেটের স্লিভ যা তাঁর লুকে অন্য গ্ল্যামার যোগ করেছে।
Salman Khan: সুপারস্টার নই, ২৫ বছর ডিনারে যাননি ভাইজান, যাননি শপিং-এও
সাতসকালে তাঁর এই লুক দেখে মূর্ছা যাওয়ার জোগাড় অনুরাগীরা। তরতরিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও।