অভিনেত্রী মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম পোস্ট দেখে একপ্রকার আঁতকে উঠেছিল সকলেই। প্রশ্ন একটাই কী করে হল? ইন্সটা স্টোরিতে মিমির পোস্ট করা একটা ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর হাত বেয়ে পড়েই চলেছে রক্ত। বরফের বাটিও রক্তে লাল হয়ে গিয়েছে। মেঝেতেও রক্তের দাগ।
বেশ গভীর ক্ষত। রক্ত বন্ধ হওয়ার নাম করছে না। এই ভিডিও শেয়ার করে কীভাবে হল কী বৃত্তান্ত কিছুই জানাননি অভিনেত্রী। কেবল লিখেছেন, 'এবং এই ঘটনা ঘটল। ' পরে হাত ব্যান্ডেজ করা অবস্থায় সকলকে ভিডিও বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানান মিমি। অনেকেই ভাবছেন আম খেতে গিয়েই এই অঘটন ঘটেছে তাঁর। কিন্তু অনুমান তো সবসময় সত্যি হয় না। দুর্ঘটনা কীভাবে ঘটল সেকথা জানননি অভিনেত্রী।