জলপাইগুড়ি থেকে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে । স্বপ্ন পূরণও হয়েছে । আজ তিনি টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন । কথা হচ্ছে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) । তবে, জীবনে একটাই আক্ষেপ তাঁর । ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) ছবিতে আর কাজ করা হয়ে উঠল না তাঁর ।
সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই জানিয়েছেন মিমি । তিনি জানান, মৃত্যুর কয়েকদিন আগে 'ঋতুদা' তাঁকে ডেকেছিল । তাঁকে নিয়ে একটি ছবি করার কথাও বলেছিলেন ঋতুপর্ণ ঘোষ । কিন্তু, সেকথা আর বলা হয়ে ওঠেনি । অভিনেত্রীর আক্ষেপ, "মিমি চক্রবর্তী হয়ে উঠলাম যাঁর দৌলতে, তাঁর একটি ছবিরও অংশীদার নই আমি ।" আজীবন এই আফসোস থেকে যাবে তাঁর ।
আরও পড়ুন, Salman Khan : সলমন খানের কন্ঠে 'লগ যা গলে', গানে গানে লতা স্মরণ ভাইজানের
প্রসঙ্গত, ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকই মিমির কেরিয়ারের টার্নিং পয়েন্ট । এত বছর পর আজও দর্শকরা মনে রেখেছেন পুপে-কে ।