টলি কুইন মিমি চক্রবর্তী (Mimi Chakroborty) মিস করছেন নিজের জিম পার্টনারকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এ কথাই জানিয়েছেন তিনি। তবে, আচমকাই নিজের জিম পার্টনারকে মিস করার কথা কেন লিখলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী?
আসলে, মিমি একটি ভিডিয়ো আপলোড করেছেন। যেখানে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে তিনি খেলছেন। জিমের পোশাক পরে বাচ্চাটাকে কোলে করে নিয়ে মজা করছিলেন তিনি। আর সেই মজার মুহূর্তকেই মিস করার জন্যই তিনি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া আপলোড করেন। ক্যাপশনে লেখেন, জিম পার্টনারকে মিস করছেন।
আরও পড়ুন - 'Let us go then, you and I', সব জল্পনার ইতি, বিয়ের ছবি শেয়ার পরমের
নিজের ফিটনেস নিয়ে বরাবরই খুব সচেতন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মাঝে মাঝেই তাঁকে দেখা যায় জিমে ঘাম ঝরানোর ভিডিয়ো পোস্ট করতে। এমনকি সম্প্রতি নিজের ফিট থাকার রহস্যও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।