টলিউডে প্রথম বার । বায়োপিকে এবার নজরুল । বিদ্রোহী কবির জীবনীর উপর তৈরি হচ্ছে সিনেমা । নজরুলের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন '৮/১২ বিনয় বাদল দীনেশ' খ্যাত কিঞ্জল নন্দ । আব্দুল আলিমের পরিচালনায় তৈরি হচ্ছে সিনেমাটি । চলছে প্রি-প্রোডাকশনের কাজ । সিনেমার কাস্টিও নাকি চূড়ান্ত । কিঞ্জল ছাড়াও, সিনেমায় আরও একটা বড় চমক রয়েছে বলে জানা গিয়েছে ।
নজরুলের জীবনকে কেন্দ্র করে ছবি তৈরি হচ্ছে, আর সেখানে রবি ঠাকুরের প্রসঙ্গ আসবে না, তা কী হয় ? জানা গিয়েছে, রবি ঠাকুরের চরিত্রে চূড়ান্ত করা হতে পারে রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীকে । এছাড়াও এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র-সহ আরও অনেকে । বাংলাদেশের বহু অভিনেতাও নাকি সিনেমায় অভিনয় করছেন ।
আনন্দবাজার অনলাইনকে কিঞ্জল জানিয়েছেন, এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে । নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিতে । এই সুযোগ পেয়ে তিনি উত্তেজিত । চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং । যাঁর নাম শুনে বড় হয়েছেন, তাঁকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে তিুনি, বিষয়টা ভাবতেই তাঁর কেমন লাগছে!চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল । অভিনেতা আরও জানিয়েছেন, ছবিতে অনেক 'প্রস্থেটিক মেকআপের বিষয় রয়েছে ।
জানা গিয়েছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে । প্রযোজনায় জেবি প্রোডাকশন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। শীতকাল থেকে সিনেমার শুটি শুরু হবে বলে খবর ।