সদ্য পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খাতায়-কলমে বিচ্ছেদ হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিকের। এবার তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বিধায়ক। টলিপাড়ায় এমন খবরই রটেছে। শোনা যাচ্ছে, পাত্রী তাঁর ‘চর্চিত’ বান্ধবী শ্রীময়ী চট্টরাজ।
জানা গিয়েছে, সেই শুভ দিন ৬ মার্চ। শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। তবে বিয়ে নিয়ে খুব বেশি আলোচনা চাইছেন না জুটিতে। শোনা গিয়েছে, ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে মেকাপ আর্টিস্টেও।
Rashmika Mandana: মাঝ আকাশে বিমানে গোলযোগ, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রশ্মিকা !
হাতে আর এক মাসও সময় নেই। গত কয়েক বছর ধরেই, শ্রীময়ী কাঞ্চনের সম্পর্ক চর্চিত। পুজো হোক কিংবা, পার্ট, জন্মদিন- একসঙ্গেই রঙমিলান্তি করে সাজেন তাঁরা। তবে এর আগে কখনোই প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা।