৫ মাস আগে লম্বা পোস্টে অভিনেত্রী নবনীতা দাস জানিয়েছিলেন তাঁর সঙ্গে জিতুর ব্রেক আপের কথা। আর তারপর থেকেই ইন্ডাট্রিতে এই ‘প্রাক্তন’ জুটিকে নিয়ে জলঘোলা কম হয়নি। দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কার্যত আতস কাঁচের তলায় রেখেছিলেন। তাঁদের সব পোস্ট নিয়েই কার্যত কাটাছেঁড়া চলেছে।
সম্প্রতি নবনীতা ইনস্টা স্টোরিতে জীতু আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, এবারে তোমাদের ছাড়াই পুজোটা কাটবে। তবে জিতু এবার পালাতে চাইছেন দূরে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জিতু লিখেছেন ,“তোমাকে ভুলতে চাই। তোমার কাছ থেকে এতদূরে পালাতে চাই যেখানে রাবণের মতো বিংশতি শ্রবণ পেলেও তোমার কথা আমাকে শুনতে হবে না।”
উক্তিটি কার উদ্দেশ্যে,কে বলেছিলেন???
কেন বলেছিলেন জানলেও বলুন দেখি….”
Debashree Roy: রাজনীতি থেকে রসায়নে? নতুন ভূমিকায় দেবশ্রী রায়
এতেও নেটিজেনরা ধরেই নিয়েছিলেন এটিও জিতু নবনীতাকে নিয়েই লিখেছেন। তাঁর কথায়, 'উক্তিটি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা।’ পাশাপাশি তিনি এও জানান ‘গত ৫মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের ভ্রান্ত ধারণা। '