ফের এক নতুন জুটি পেতে চলেছে টলিউড। এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম 'বাবুসোনা'। অ্যাকশন কমেডি এই ছবিটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।
ছবির প্রধান চরিত্র বাবু অর্থাৎ জিতু কমল। যিনি একজন কিডন্যাপারের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে সোনা নামের চরিত্রটিতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোনা পেশায় চোর। যদিও তিনি নিজের পরিচয় দেন একজন পুলিশ হিসাবে।
আচমকাই লন্ডন শহরে একটি শিশু অপহরণ ঘটনায় জড়িয়ে পড়েন এই দু'জন। এরপর দু'জনের কাছে আসার গল্পকে কেন্দ্র করেই বানানো হয়েছে ছবিটি। এই ছবির কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্য।
আলেকজান্দ্রা টেলরের এটি দ্বিতীয় বাংলা ছবি। এর আগে অভিনেতা সোহমের সঙ্গে 'ওগো বিদেশিনী' ছবিতে অভিনয় করেছে তিনি।