১১ বছর পর বাবা হয়েছেন টলি অভিনেতা জিৎ (Jeet)। একটি ফুটফুটে ছেলে হয়েছে তাঁর। ইতিমধ্যেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেতা। এর মধ্যেই আরও এক সুখবর। বলিউডে মুক্তি পাচ্ছে জিতের আগামী ছবি 'মানুষ' (Manush)। চেঙ্গিসের পর ফের বলিউডে আরও একটি ছবির মুক্তির খবর শুনে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত জিতের অনুরাগীরা।
মুক্তি পেয়েছে জিতের আসন্ন ছবি 'মানুষ'-এর টিজার। মাত্র ৫১ সেকেন্ডের টিজার বুঝিয়ে দিয়েছে রহস্য আর অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। যেটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক সঞ্জয় সমাদ্দার।
আরও পড়ুন- টলিপাড়ায় নতুন গোয়েন্দা, প্রকাশ্যে বাদামি হায়নার প্রথম ঝলক
জিৎ ছাড়াও এই ছবিতে রয়েছেন জীতু কমল, বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়। অ্যাকশনে মোড়া জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৪ নভেম্বর।