ভোটের দামামা বেজে গিয়েছে। আর লোকসভা ভোটের প্রভাব পড়েছে আইপিএলেও। এবার এই প্রভাব পড়ল স্টুডিও পাড়াতেও। পিছিয়ে গেল অভিনেতা জিতের আপকামিং ছবির রিলিজ।
আগামী ১০ মে জিৎ এবং রুক্মিণী অভিনীত 'বুমেরাং' ছবির মুক্তির কথা ছিল। কিন্তু ৭মে এবং ১৩মে বাংলায় ভোট রয়েছে। সেই কারণেই জিতের প্রযোজনার সংস্থার তরফে শুক্রবার জানানো হয়েছে ওই তারিখে মুক্তি পাচ্ছে না বুমেরাং। তার বদলে এই ছবি মুক্তি পাবে আগামী ৭ জুন।
আরও পড়ুন - অলস দুপুর! খসখসের ফাঁক দিয়ে আসা রোদ গায়ে মেখে গজল শুনছেন মিমি, মনে বসন্ত এল অভিনেত্রীর?
জিতের প্রযোজনায় 'বুমেরাং' ছবিটি তৈরি এবং পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। জিৎ-রুক্মিণী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত।