রবিবার বাঙালির ঘরে ঘরে জামাইষষ্ঠী (JamaiSasthi 2022) পালন হয়েছে । বাদ যাননি তারকা জামাইরাও । শত ব্যস্ততার মধ্যেও এই একটা দিন তাঁরা সময় বের করে নিয়েছেন । জামাই আদর থেকে কেই বা বঞ্চিত হতে চান ? জামাইষষ্ঠীর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা । টলিউডের জামাইদের (Tollywood Jamaisasthi) কেমন কাটল জামাইষষ্ঠী,আসুন দেখে নেওয়া যাক...
ইমন চক্রবর্তী-নীলাঞ্জন
সব প্রথা, নিয়ম-কানুন মেনেই ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) বাড়িতে জামাইষষ্ঠীর আয়োজন করা হয়েছিল । ইমনের মা নেই । তাই সব আচার পালন করেছেন তাঁর বাবা । জামাই নীলাঞ্জনকে একেবারে পাত পেড়ে খাইয়েছেন । আয়োজনে কোনও ত্রুটি রাখেননি । মেনুতে, ভাত, ডাল, গলদা চিংড়ির মালাইকারি, চিকেন কী নেই !
গৌরব-দেবলীনা
গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এমনিতেই ফিটনেস ফ্রিক । কিন্তু, এই একটা দিন ডায়েট ভুলেছেন তিনিও । আর জামাই আদরেও কোনও খামতি রাখেননি দেবলীনার মা । কুচো মাছ ভাজা থেকে পমফ্রেট, ইলিশ, ডাব চিংড়ি...একেবারে পঞ্চব্যঞ্জনে জামাই আদর করেছেন । দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেছেন দেবলীনা (Devlina Kumar) । গৌরবের পোশাকে ছিল সাবেকি ছোঁয়া । ছাইরঙা পাঞ্জাবিতে সেজেছিলেন অভিনেতা । শ্বশুর দেবাশিস কুমারও জামাই-মেয়ের সঙ্গেই দিনটা কাটিয়েছেন ।
আরও পড়ুন, Sovan-Baisakhi: মা অসুস্থ, তাই নিজেই মহাভজের আয়োজন করে শোভনের জামাই ষষ্ঠী উদযাপন বৈশাখীর
গৌরব-ঋদ্ধিমা
ঋদ্ধিমার মা নেই । করোনা কেড়েছে তাঁর মাকে । তাই গৌরবের (Gourab Chakraborty) জন্য জামাইষষ্ঠীর আয়োজন করলেন ঋদ্ধিমার বাবা । কিন্তু, এই দিনটা যেন আরও বেশি করে মাকে মনে পড়ছে ঋদ্ধিমার । জামাইষষ্ঠীর ছবি পোস্ট করে ঋদ্ধিমা ক্যাপশনে লেখেন, আরও একটা বছর মাকে ছাড়াই জামাইষষ্ঠী পালন করা হচ্ছে । মা তোমায় খুব মনে পড়ছে ।
অনীক ধর
জামাইষষ্ঠী পালন করছেন অনীক ধরও (Aneek Dhar) । এদিন, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন । ছবিগুলিতে দেখা যাচ্ছে, টেবিলে সাজানো রয়েছে নানারকমের খাবার । আর তার সামনে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন অনীক । মজা করে অনীক লিখেছেন, 'লোভে পড়ে এ আমি কী করলাম ঠাকুর !'
বিশ্বনাথ বসু
ঘরোয়াভাবে, নিয়ম-কানুন মেনেই জামাইষষ্ঠী পালন করলেন বিশ্বনাথ বসু (Biswanth Basu) । এদিন,পাঞ্জাবি পড়েছিলেন তিনি । শাশুড়ির সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন তিনি ।
দেবোত্তম মজুমদার
ছোটপর্দার অভিনেতা দেবোত্তম মজুমদারও জামাইষষ্ঠীর ছবি শেয়ার করেছেন ।