পথকুকুরদের ত্রাতা বিক্রম। যারা পথকুকুরদের ক্ষতি করবে তাদের ক্ষত বিক্ষত করতেও দুবার ভাবেন না বিক্রম। ভারতে পথকুকুরদের 'পারিয়া' বলা হয়। এই শব্দের আভিধানিক অর্থ নির্বাসিত। এবার এই বিষয়েই ছবি বানাচ্ছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) । শুধু অনস্ক্রিনই ‘জীবপ্রেম’ নয়। বাস্তব জীবনেও তথাগত এবং তাঁর প্রাক্তন দেবলীনার ভরা সংসারে একই ভাবে গুরুত্বপূর্ণ ছিল তাঁদের পোষ্যরা। আজ তাঁদের সম্পর্কটা না থাকলেও, পোষ্যদের সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে অবিচল।
দেবলীনার দুই পারিয়া চেরী আর মোগলি। তাঁদের সঙ্গে দেবলীনার সম্পর্ক মা-দিদিমার মতো। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পারিয়াদের জন্য কতদূর যেতে পারেন দেবলীনা। অভিনেত্রী সহজ কথায় জানালেন, একজন মা তাঁর সন্তানের জন্য যতদূর যেতে পারেন, যা যা করতে পারেন দেবলীনার তাই করতে রাজি।
Sohini Banerjee: বিয়ের পিঁড়িতে 'তুবড়ি', দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন 'অর্জুন', লন্ডন পাড়ি দেবেন নববধূ সোহিনী
এই ছবির মূল মন্ত্র, "ফুটপাতের কুকুরদের দেশ নেই ,ভোটার নেই, আধার নেই,নেই কোনো পরিচয় ।শুধু একজন মানুষ আছে, যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে,চিৎকার করবে,বলবে "যতটা রক্ত ওদের ঝরেছে,ততটাই রক্ত ঝরবে,যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে"।