চারিদিকে সাদা বরফ ঢাকা। এর মধ্যেই শিফন শাড়ি পরে নায়কের প্রেমে মজেছেন নায়িকা। বলিউড সিনেমার এমন রোম্যান্টিক দৃশ্য স্বপ্নের মতো। যা টিনএজ বয়সে কম বেশি সকলেই দেখেছেন। নতুন বছরের শুরুতে সেই স্বপ্ন বাস্তব হল অভিনেত্রী গীতশ্রী রায়ের। প্রেমিক প্রবীর দাসের সঙ্গে বরফে মোড়া পাহাড়ে বলিউডের সেই রোম্যান্টিক দৃশ্য রিক্রিয়েট করে ইন্সটাগ্রামে পোস্ট করলেন গীতশ্রী।
নতুন বছরে দুই বন্ধুকে নিয়ে প্রেমিক প্রবীরের সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়েছেন নায়িকা । সেখানেই কালো শিফন শাড়ি পরে প্রেমিকের সঙ্গে রোমান্সে মজেছিলেন তিনি। সেই ভিডিয়ো ইন্সটাগ্রামে পোস্ট করে বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন গীতশ্রী।
আরও পড়ুন - সিলেট-র মৌলবীবাজারের কাহিনি তুলে ধরবে বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি শো 'ইত্যাদি'
ক্যাপশনে লিখেছেন, অবশেষে স্বপ্নপূরণ। পাহাড় আর শিফন শাড়ি। কাশ্মীরের সৌন্দর্যে হারিয়ে গিয়েছি। প্রবীরের হাতে হাত রেখে স্বপ্নপূরণের মুহূর্ত ফ্রেমবন্দি হবে কখনও ভাবতে পারিনি। ধন্যবাদ বন্ধুদের।'