সদ্যই বাবা মা হয়েছেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ (Gaurav-Ridhima)। সন্তানের সঙ্গে এই প্রথমবার বড়দিন সেলিব্রেট করছেন এই তারকা দম্পতি। কেমন কাটছে তাঁদের বড়দিন?
বড়দিনের বিকেলে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একই ছবি পোস্ট করেন গৌরব এবং ঋদ্ধিমা। যেখানে দেখা যাচ্ছে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রির সামনে বসে রয়েছেন দম্পতি। তাঁদের কোলে রয়েছেন ছেলে ধির। ক্রিসমাসের সঙ্গে মানানসই লালরঙা জামাও পড়েছেন তাঁরা। যদিও ধীরের পরনে ছিল সাদা পোশাক।
আরও পড়ুন - বড়দিনেই জন্মদিন! বেয়াল্লিশে দেব! 'প্রধান'-এর সাফল্য উদযাপন বার্থডে বয়ের
ছেলের মুখ ক্যামেরার আড়ালে রেখেছেন দম্পতি। ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমাদের তিন জনের এই প্রথম বড়দিন। এই বছর আমাদের সন্তানকে নিয়ে কাটাব। আনন্দ করব। শীতের ছুটি সকলের ভাল কাটুক'। যা দেখে বোঝাই যাচ্ছে আপাতত ক্রিসমাস খুদের সঙ্গে বাড়িতে বসেই কাটাচ্ছেন গৌরব- ঋদ্ধিমা।