সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত । দুজনেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন । কিন্তু, কথায় বলে না, শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয় না । সৌমিত্র ও স্বাতীলেখাকে আবার দেখা যাবে পর্দায় । সাত বছর পর মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা মুখোপাধ্যায়ের 'বেলাশুরু' । মঙ্গলবার মুক্তি পেল সিনেমার প্রথম গান ।
প্রথম গান জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত । গানের নাম সোহাগে-আদরে । গানের কথা, দৃশ্য স্মৃতির পাতায় ডুবিয়ে দেবে দর্শকদের । একটা যেন আবেগ মিশে রয়েছে । গানটি গেয়েছেন অনুপম রায় । এক প্রথমসারির সংবাদমাধ্যমকে তিনি জানান, এই ছবির সঙ্গে অনেক স্মৃতি জুড়ে আছে । এই ছবির দুজনকে আমরা হারিয়েছি । সেটা খুবই যন্ত্রণাদায়ক । ছবিটা যখন পর্দায় দেখা যাবে, তখন তাঁদের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতি ফিরে আসবে । উল্লেখ্য, বেলাশুরু-র শুটিং শেষের পর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত ।
২০ মে মুক্তি পাচ্ছে 'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'-এর বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’ (Belashuru)। তবে, ‘বেলাশেষে'-এর সিক্যুয়েল নয় এই ছবি । একেবারে নতুন পারিবারিক গল্প দেখানো হবে । সৌমিত্র, স্বাতীলেখা ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় ও আরও অনেকে ।
স্বাতীলেখা ও সৌমিত্র দুজনেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন ঠিকই । কিন্তু, তাঁদের নিখুঁত অভিনয়, তাঁদের স্মৃতি বাঙালির মনে রয়ে যাবে চিরকাল ।