বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ৬ ফেব্রুয়ারী এক হবে সিড-কিয়ারার চার হাত। চলছে একেবারে শেষ সময়ের প্রস্তুতি। রাজস্থানের জয়সলমীরে বসবে এলাহি বিয়ের আয়োজন। তবে বিয়ের আগেই হবু কনের কোন জিনিসটা অপছন্দ তা ফাঁস করলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মজনু'র প্রচারের সময় সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল কিয়ারা কোন জিনিসটা তাঁর এক্কেবারে না পসন্দ।
সিদ্ধার্থ বলেছিলেন, 'অধিকাংশ ছবিতেই কিয়ারার কান্নার দৃশ্য থাকে। যে সব চরিত্রে কিয়ারাকে কাঁদতে হয় তা আমার পছন্দ না। আমি ওর চোখে জল দেখতে পারি না। ' এই মিষ্টি স্বীকারোক্তিই বুঝিয়ে দেয় আসলে তিনি কতটা ভালোবাসেন কিয়ারাকে।
উল্লেখ্য, রাজস্থানের জয়সলমীরের দুর্গেই আগামী ৬ ফেব্রুয়ারী বসার কথা সিড কিয়ারার এলাহি বিয়ের আসর। সেই বিয়ের উত্তাপ নিতে তৈরি দেশের কয়েক কোটি অনুরাগী। আজ থেকেই শুরু প্রাক বিবাহ নানা রীতিনীতি।