Do not disturb movie : ঘুরতে গিয়ে তুমুল ঝামেলা, কিঞ্জল-প্রিয়াঙ্কা বলছেন 'ডু নট ডিস্টার্ব' !

Updated : Jan 28, 2025 13:08
|
Editorji News Desk

কত স্বপ্ন নিয়ে রূপকথার গল্প বোনে দু'টি মন । তারপর সেই গল্পে লাগে বিয়ের রং । দু'জনের ছোট্ট সংসার হয় । সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা স্বামী-স্ত্রী থেকে হয়ে ওঠেন বাবা-মা । লোকে বলে পারফেক্ট ফ্যামিলি । সত্যিই কি পারফেক্ট ? কবে যে তাঁদের সম্পর্কে কালো মেঘ ঘনিয়ে আসে,  নিজেরাই হয়তো জানেন না । একসময় একে অপরকে চোখে হারাতেন যাঁরা, সেই দু'টি মানুষ এখন দূরে দূরে থাকতেই পছন্দ করে । তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে তাঁদের জীবনে ।  শেষপর্যন্ত 'বিচ্ছেদ' কি তাঁদের সম্পর্কের পরিণতি হবে ? কৃষাণু ও ঝর্ণার জীবনের গল্প বলতে আসছে নতুন সিনেমা 'ডু নট ডিস্টার্ব' । মুখ্য ভূমিকায় কিঞ্জল নন্দ ও প্রিয়াঙ্কা সরকার । এই প্রথমবার সিনেমায় জুটি বাঁধছেন তাঁরা । সম্প্রতি, তাঁদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে । 

কিঞ্জল ও প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমায় অভিনয় করছেন চন্দন সেন, দেবপ্রতিম দাসগুপ্ত, দুলাল সরকার, স্বাতী মুখোপাধ্যায় ও আরও অনেকে । 'ইতি তোমার সিনেমাওয়ালা' প্রযোজিত সিনেমার গল্পে কমেডির ঢঙে সম্পর্কের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে । ১০ বছরের বিবাহিত জীবন কৃষাণু ও ঝর্ণার । তাঁদের একটি মেয়েও রয়েছে । বিবাহবার্ষিকী সেলিব্রেশনে বাইরে ঘুরতে গিয়েছেন কৃষাণু ও ঝর্ণা । সবাই তাঁদের দেখে ভাবে রোম্যান্টিক ও পারফেক্ট কাপল । কিন্তু, গল্প যত এগোবে, জানা যাবে, একেবারে খাদের কিনারায় তাঁদের সম্পর্ক । খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে তাঁদের । শুধুমাত্র কোর্ট-এর পরামর্শে ও মেয়ের দিকে তাকিয়ে সম্পর্কটাকে একটা শেষ সুযোগ দিতে বাইরে ঘুরতে যান তাঁরা । কিন্তু, সেখানেও অশান্তি, ঝামেলা । 

হঠাৎ তাঁদের জীবনে আগমন হয় এক মানুষের । সমীরণ গুপ্ত । ওই রিসর্টে কৃষাণু ও ঝর্ণার পাশের ঘরেই থাকছেন । হঠাৎ দু'জনের ঝামেলার মাঝে চলে আসেন ওই ব্যক্তি । হঠাৎ তিনি বলে ওঠেন, তাঁদের ঝামেলা থামাতে হবে, তা না হলে তাঁর সুইসাইড করতে অসুবিধা হচ্ছে । এমন কথা শুনে হকচকিয়ে যান তাঁরা । সমীরণকে আটকানোর চেষ্টা করেন । শেষপর্যন্ত কি তাঁরা সফল হবেন ? সমীরণ কি 'সমীরণ'-এর মতো 'ঠান্ডা হাওয়াকা ঝোকা' হয়ে আসবে তাঁদের জীবনে ? সম্পর্কের গভীরতা কি শেষপর্যন্ত বুঝতে পারবেন কৃষাণু ও ঝর্ণা ? গল্প কোথায় কীভাবে এগোবে. তা জানা যাবে সিনেমার মুক্তির পরই । সমীরণের ভূমিকায় দেখা যাবে চন্দন সেনকে ।  আগামী বছর মুক্তি পেতে পারে সিনেমা ।

ফার্স্ট লুক পোস্টারে সিনেমার কলাকুশলীদের দেখা গিয়েছে । কখনও ওয়ানপিস বা কুর্তিতে কালারফুল দেখিয়েছে প্রিয়াঙ্কাকে । শার্ট ও টি-শার্টে কিঞ্জল ও চন্দন সেনকে দেখা গিয়েছে । সিনেমা নিয়ে প্রযোজক জানিয়েছেন, একজন প্রযোজক হিসেবে, তিনি ডু নট ডিস্টার্ব-এর মাধ্যমে সমাজের বেশ কিছু সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন । কিন্তু সেটা কমেডির মাধ্যমে । এই সমস্যাগুলির মধ্যে রয়েছে বয়স্কদের একাকীত্ব, অহংকারের কারণে সম্পর্কের ভাঙন হয় । আর তার প্রভাব পড়ে সন্তানের উপর । সমস্যাগুলো কারও চোখে পড়ে না । সেই নিয়ে ছবির গল্প ।

ডু নট ডিস্টার্ব ছবির গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন সুপ্রিয় ভৌমিক । পরিচালক কুমার চৌধুরি । গান গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় ও দুর্নিবার সাহা । 

Movie

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ