প্রেমে পড়েছে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । না বাস্তবে নয়, পর্দায় । একেবারে সাধারণ গ্রাম্য মেয়ের সঙ্গে শহুরে ছেলের প্রেম । ছেলেটি কে ? ‘একেনবাবু’র সঙ্গী সুহোত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee) । তাঁর সঙ্গেই হইচইয়ের নতুন ওয়েব সিরিজ 'ডাকঘর' (Web Series Dakghor) জুটি বাঁধছেন দিতিপ্রিয়া । মে মাস থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই সিরিজে দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বাঁধার কথা ছিল অভিনেতা সৌরভ দাসের । কিন্তু, শেষপর্যন্ত সৌরভের জায়গায় সুহত্রকে বেছে নিয়েছেন নির্মাতারা । যদিও তার কারণ নির্মাতা বা কলাকুশলীদের তরফ থেকে কিছু জানা যায়নি । প্রসঙ্গত, এর আগেও 'মুক্তি' সিরিজে সুহত্রর সঙ্গে কাজ করেছেন দিতিপ্রিয়া । তবে একসঙ্গে কোনও দৃশ্যে তাঁরা অভিনয় করেননি । ছবিতে অভিনয় করছেন কাঞ্চন মল্লিকও ।
আরও পড়ুন, Satyajit Ray: চার্লি চ্যাপলিনের পর তিনিই একমাত্র... সত্যজিৎ-এর সাত কাহন, রইল কিছু অজানা তথ্য
সিরিজের গল্প কী ?
সিরিজের কেন্দ্রে রয়েছে একটি গ্রাম । সেই গ্রামে একদিন একটি নতুন ছেলে আসে । একসময় তাঁর বাবা এই গ্রামের পোস্টমাস্টার ছিলেন । বাবা-মা আর কেউই বেঁচে নেই ঠিকই । কিন্তু, সেই গ্রাম, পোস্ট অফিস সবকিছুর টানে ছেলেটি গ্রামে আসে । তাঁর বাবার কিছু কাজ অসম্পূর্ণ ছিল । সেই কাজ শেষ করতেই গ্রামে আসা তাঁর । এই গ্রামেই আলাপ হয় একটি মেয়ের সঙ্গে । তাঁদের মধ্যে প্রেম হয়...এগিয়ে চলে গল্প । তারপর কী হবে, তা দেখতে গেলে ওয়েব সিরিজের মুক্তির জন্য অপেক্ষা করতে হবে ।
এদিকে, ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডেও পা রেখেছেন দিতিপ্রিয়া । মে মাসেই মুক্তি পাবে দিতিপ্রিয়ার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘স্টোরিজ অফ দ্য নেক্সট পেজ’ (Stories of the next Page)। ‘পাতাললোক’ সিরিজ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।