প্রয়াত চিত্রপরিচালক গৌতম হালদার । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ।
শুক্রবার সকাল থেকেই অসুস্থবোধ করছিলেন গৌতম হালদার । তারপরই তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়ে পরিচালকের । উল্লেখ্য, গৌতম হালদারের হাত ধরেই বড়পর্দায় পা রাখেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান । ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা । বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারা।
শুধু সিনেমা নয়, নাট্যজগতেও পরিচিতি রয়েছে গৌতম হালদার । আসলে তিনি নাট্যজগতেরই মানুষ । গৌতম হালদারের রক্তকরবী নাটকটি বেশ জনপ্রিয় হয় ।