শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey), শনিবার অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা। সুগার ফল হয়েছিল তাঁর। প্রথমেই আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
তবে এখন তিনি বেশ খানিকটা সুস্থ হতেই বাড়ি যাওয়ার জন্য আনচান করছেন। কিন্তু, রবিবার হাসপাতালের অর্ধেক স্টাফ নেই তাই ডিসচার্জ হতে একটু দেরি হবে বলেও জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতার স্ত্রী।
Happy Birthday Virat Kohli: হ্যাপি বার্থ ডে কোহলি, জন্মদিনে 'বিরাট' ভাস্কর্য পুরীর সৈকতে
উল্লেখ্য, দিন কয়েক আগেই নিজের বড় মেয়েকে হারিয়েছেন দীপঙ্কর, তখন খুব ভেঙে পড়েছিলেন অভিনেতা। বার্ধক্যের জন্য এমনিই নিয়মের মধ্যে থাকতে হয় তাঁকে। বাইরে বের হন না, শ্যুটিং ও কমিয়ে দিয়েছেন।