গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ঝড়-জল থামার নাম করছে না। লাগাতার বৃষ্টি, বাজ পড়া লেগেই রয়েছে। এই মুহূর্তে ‘প্রধান’ এর শ্যুটিং- এ পাহাড়েই রয়েছেন অভিনেতা দেব। পাহাড়ি এক সন্ধেতেই প্রকৃতির ভয়ানক অথচ অপূর্ব সুন্দর রূপ দেখলেন অভিনেতা। বিকট শব্দে বিদ্যুতের ঝলকানি, আকাশ ভেঙে বৃষ্টি এমন অপরূপ মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলার নতুন ব্যোমকেশ। সেই ভিডিয়ো সকলের সঙ্গে শেয়ারও করে নিলেন অভিনেতা।
Rahul and Priyanaka: আইনি জটিলতা কাটিয়ে নতুন ইনিংস শুরু, ফের ঘর বাঁধলেন রাহুল ও প্রিয়াঙ্কা
আগেই জানা গিয়েছিল ‘প্রধান’ ছবির বেশিরভাগ শ্যুটিংই হবে উত্তরে। এই ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধছেন সকলের প্রিয় ‘মিঠাই’ , প্রায় ১৯ দিন ধরে উত্তরবঙ্গের নানা জায়গায় চলবে শ্যুটিং। প্রথম দিনের শ্যুটিং-এ বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। সেকথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েওছিলেন। এবার শ্যুটিং এর ফাঁকে প্রকৃতির শোভা ভাগ করে নিলেন অভিনেতা।