Dev : ৩৯ বছরের জীবনে দেবের সঙ্গে কোনওদিন এমন ঘটেনি, কী হয়েছে অভিনেতার ?

Updated : Apr 30, 2022 12:11
|
Editorji News Desk

শনিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় দেবের (Dev) একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের । এই পোস্টেই দেব (Dev social media post) জানিয়েছেন, তাঁর জীবনের একটি বিশেষ মুহূর্তের কথা । যা তিনি কোনওদিন ভুলতে পারবেন না । অভিনেতা জানিয়েছেন, তাঁর ৩৯ বছরের জীবনে এমন ঘটনা এই প্রথম । ব্যাপারখানা কী ? কী ঘটেছে দেবের সঙ্গে ?

শুক্রবারই মুক্তি পেয়েছে দেব-রুক্মিনী অভিনীত ছবি 'কিশমিশ'(Kishmish)। আর ঘটনাটাও ঘটেছে 'কিশমিশ'-কে কেন্দ্র করে । বলা ভাল, দেবের বাবা গুরুদাস অধিকারীকে নিয়ে । দেবের ছবি মুক্তি পেলেই, অভিনেতার বাবা-মা-বোন একেবারে সপরিবারে সিনেমা দেখতে হলে যান । এবারও গিয়েছিলেন । আর‘কিশমিশ’দেখার পর এই প্রথম বাবার কাছ থেকে একটি চিঠি পেলেন দেব । অভিনেতার কথায়, "আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি "।

আরও পড়ুন, Madhabi Mukherjee Health : স্থিতিশীল মাধবী মুখোপাধ্যায়, হাসপাতাল থেকে কবে ছুটি পাচ্ছেন অভিনেত্রী ?
 

দেবের বাবা কী লিখেছেন সেই চিঠিতে ? দেব সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, দরজার গায়ে একটি সাদা কাগজ আটকানো রয়েছে । সেখানে ইংরেজিতে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, 'কিশমিশ সুপার ডুপার হিটস'। বাবার কাছে নিজের সিনেমা নিয়ে এমন রিভিউ পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ছেলে । এই অনুভূতিটা কোনওদিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন দেব । তাঁর কথায়, 'সিনেমার ভাষায় আজ যেন অস্কার পেলাম ।'

ফেসবুক পোস্টে যা লিখেছেন দেব, দেখে নিন-

"আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিলো Kishmish সিনেমাটি দেখতে, সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা, সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে "Kishmish Super duper Hetes”

আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই, কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনো অস্কার পেলাম ।"

শুক্রবারই মুক্তি পেয়েছে কিশমিশ । প্রিয়া সিনেমাহলে আয়োজন করা হয়েছিল 'কিশমিশ'-এর প্রিমিয়ারের । সেখানে হাজির ছিল টিম 'কিশমিশ'। অন্যদিকে, শুক্রবার সকাল থেকেই এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়িয়েছেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও অন্যান্যরা ।

TollywoodDevkishmish

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ