নতুন বছর । আরও একটা নতুন প্রোজেক্ট । দেব-অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী (Dev-Avijit Sen-Atanu Roychowdhury) । ফের পুরনো জুটি ফিরছে তাঁদের ড্রিম প্রোজেক্ট নিয়ে । নতুন বছরের প্রথম দিন সকাল সকাল সেই সুখবরই দিলেন দেব (Dev's New Announcement) । কবে আসছে এই নতুন প্রোজেক্ট, তাও জানিয়ে দিলেন । ২২ ডিসেম্বর তারিখ পাকা হয়েছে । ভাবছেন তো 'টনিক', 'প্রজাপতি'-র (Projapati) পর কোন প্রোজেক্টে কাজ করতে চলেছেন তাঁরা ?
সেসব কোনও কিছুই খোলসা করে বলেননি দেব । শুধু মাত্র দু'টি ছবি শেয়ার করেছেন । যেখানে একসঙ্গে দেব, অতনু ও অভিজিৎকে দেখা গেল । দেব যে অভিনয় করছেন, তা একেবারে নিশ্চিতই । বাকি আর কারা অভিনয় করেছেন, কোন গল্পের আধারে তৈরি হচ্ছে তাঁদের আগামী প্রোজেক্ট, সেসব কিছুই খোলসা করে বলেননি দেব । তার জন্য একটু অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অভিনেতা ।
২০২১-এ পরাণ বন্দ্যোপাধ্যা ও দেবের 'টনিক' । অভিজিৎ সেনের পরিচালনায় ছবি হল সুপারহিট । ২০২২, 'প্রজাপতি'। বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিচ্ছে । বিতর্ক হাজার হলেও তার থেকে দ্বিগুণ প্রশংসা কুড়িয়ে নিয়েছে দেব, অভিজিৎ সেনরা । তাঁদের আরও একটা 'মাস্টারপিস'-এর অপেক্ষায় দর্শকরা ।