পুজোয় চার খানা বাংলা ছবি (Bengali Cinema) মুক্তি পেয়েছে। কিন্তু হলে না গিয়েও সেই সব ছবি দেখতে পাচ্ছেন অনেকেই। আসলে ছবিগুলির একাধিক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনেকেই আছেন যারা সিনেমা দেখতে দিয়ে ছবির বিভিন্ন দৃশ্য রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এবার এই বিষয়েই পদক্ষেপ করলেন সাংসদ অভিনেতা দেব। দর্শকদের অনুরোধ করলেন, যাতে কোনও সিনেমার দৃশ্য ফোনে না রেকর্ড করা হয়।
পঞ্চমীর দিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। পোস্টে দর্শকদের অনুরোধ করে লেখেন, সবাইকে একটাই রিকোয়েস্ট, কেউ প্লিজ প্রেক্ষাগৃহে ছবি দেখতে দেখতে ভিডিও রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। শুধু 'বাঘা যতীন' নয়। মুক্তি পাওয়া কোনও ছবির ক্লিপিংই পোস্ট করবেন না।'
আরও পড়ুন - ষষ্ঠীর সকালে বিচ্ছেদের বার্তা, রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির দাম্পত্যে চিড়?
মুক্তি পাওয়া যে কোনও সিনেমার ব্যবসার ক্ষেত্রেই পাইরেসি একটি বড় সমস্যা। যে কোনও ছবি মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা পেয়ে যান সকলে। এর ফলে ব্যবসায় ক্ষতির পাশাপাশি বড় পর্দায় ছবি দেখার আগ্রহও কমে যায়।