অপেক্ষার অবসান। এই প্রথমবার ‘বাঘাযতীন’ (Baghajatin) রূপে সামনে এসে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বললেন অভিনেতা দেব (Dev)। অভিনেতা ছোট্ট একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানালেন, শ্যুটিং শেষ হয়েছে বাঘাযতীনের। পুরো টিম কার্যত জান-প্রাণ দিয়ে খেটেছে। ট্রেলার আসছে ৯ অক্টোবর।
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়-এর ভূমিকায় টলিউডের নায়ক দেব (Dev)। ছবির পোস্টার, প্রি টিজার , টিজার সামনে এসেছে আগেই। ট্রেলারের অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকেরা। অবশেষে সুখবর দিলেন নায়ক। ইয়া বড় দাড়ি, মাথায় পাগড়ি, পরনে খাঁকি পোশাক- এই রূপেই সকলের সামনে এলেন দেব।
Ritabhari Chakraborty: লড়াই শুরু অন্তঃসত্ত্বা ঋতাভরীর! গর্ভস্থ সন্তানকে পৃথিবীর আলো দেখাতেই হবে
১৯ অক্টোবর পুজোর মুখে একগুচ্ছ বাংলা ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে দেবের ছবিটি, প্রযোজনায় দেবের নিজের সংস্থা।