বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশ (Byomkesh) হচ্ছেন দেব এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেজায় চাপানউতর শুরু হয়েছিল। বাঙালি ইতিমধ্যেই ব্যোমকেশ হিসেবে দেখে ফেলেছেন উত্তম কুমার থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাবড়-তাবড় অভিনেতাদের। গোয়েন্দা চরিত্রে বা বাঙালির চেনা ব্যোমকেশের আধারে দেবকে কেমন লাগবে তা নিয়ে অপেক্ষা তো ছিলই।
Byomkesh-Dev-Rukmini: 'সত্যান্বেষী' দেবের 'সত্যবতী' কি রুক্মিণীই? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে
নববর্ষে পর্দা উঠল। অবশেষে সামনে এল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির পোস্টার। সামনে এল ছবির ফার্স্ট লুক। এক হাতে সাপ ধরে ব্যোমকেশ, আরেক হাতে টর্চ চোখে মুখে গাম্ভীর্য। ইতিমধ্যেই আলোচিত হচ্ছে দেবের এই লুক। এখন ছবি মুক্তির অপেক্ষায় সিনে প্রেমীরা। উল্লেখ্য, এক সময় শোনা গিয়েছিল দেবের পাশে অজিত হবেন অম্বরীশ ভট্টাচার্য, আর সত্যবতী মৌনী রায় (Mouni Roy)। তবে একথাও কানে আসছে প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন মৌনী। বিরাট পারিশ্রমিক হাঁকিয়ে বসেছেন তিনি। বিকল্প হিসেবে নাকি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে ভাবছেন নির্মাতারা।