নতুন বছরেই বছর শেষের সুখবর দিলেন অভিনেতা দেব। ২০২৩ সালে বছরভর সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেব। ২০২৪ সালের শুরুটাও করলেন ধামাকা দিয়ে। প্রথম দিনেই জানিয়ে দিলেন আসন্ন একটি ছবির কথা।
সম্প্রতি দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে দেবকে। টনিক, প্রধান-এর পর ২৪ সালের বড়দিনে এই ত্রয়ীর নতুন ছবি আসতে চলেছে। এই ঘোষণাই করলেন অভিনেতা।
এদিকে, নতুন বছরের শুরুতেই রাজ চক্রবর্তীও একটি নতুন ছবির ঘোষণা করেছেন। বুদ্ধদেব গুহ-র বাবলি উপন্যাস অবলম্বনে ছবি আনছেন রাজ। তবে দেবের ছবির নাম, বা অন্যান্য কাস্ট সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।