টলিপাড়া পেতে চলেছে সাংসদ বিধায়ক জুটি, অন্তত অন্দরের খবর এমনটাই। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বড় পর্দায় একযোগে দেখা যাবে দেব এবং সোহমকে। এদিকে এই মূহুর্তে দেব স্পষ্ট জানিয়েছেন তাঁর এখন ধ্যান জ্ঞান 'প্রধান'। ইতিমধ্যেই নিজের চরিত্রের প্রয়োজনে কসরতও শুরু করেছেন অভিনেতা। তবে কি 'প্রধান' ছবিতেই উপরি পাওনা হবেন সোহম চক্রবর্তী? জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিনেতার কাছে প্রস্তাবও গিয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত কিছুই হয়নি৷ এদিকে এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখতে চলেছেন 'মিঠাই' ওরফে সৌমিতৃষা কুন্ডু। স্বাভাবিকভাবেই ছবি নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকদের৷
Ganadevta Webseries: তারাশঙ্করের 'গণদেবতা' এবার ওয়েব সিরিজে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়
২০১৫ সালে ‘শুধু তোমারই জন্য’ ছবিতে দেবের সঙ্গে সোহমকে পর্দায় দেখা গিয়েছিল। এবার কি তারই পুনরাবৃত্তি? প্রশ্ন এখন এই একটাই। ‘প্রধান’-এর প্রযোজক অতনু রায়চৌধুরী। ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে