নিঃশ্বাস ফেলার জো নেই তাঁর। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি শক্ত হাতে সামলাচ্ছেন প্রযোজনার কাজও। বাঘাযতীনের শ্যুটিং-এ আহত হয়েছিলেন দেব। তাঁর পরবর্তী প্রযোজনা 'নটী বিনোদিনী ', মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। তাই বলাই বাহুল্য প্রেমিকা রুক্মিণীও এই মুহূর্তে দেবের মতোই ব্যস্ত। কাজের ব্যস্ততা একটু কমতেই দেব হাওয়া বদল করতে পাড়ি দিয়েছেন মলদ্বীপের সমুদ্রতটে। এবারেও কি সঙ্গিনী রুক্মিণীই? দুজনে একসঙ্গে ছবি না দিলেও তাঁদের ইন্সটা পোস্ট কিন্তু দিচ্ছে এমনই ইঙ্গিত৷
Anushka Sharma : মিসেস কোহলি ! এই ডাকে কেন রেগে গেলেন অনুষ্কা ?
মলদ্বীপে সমুদ্রের ধারে বসে অবসর উদযাপনের ছবি শেয়ার করেছিলেন দেব। রুক্মিনীর ইন্সটা স্টোরিতেও নীল জলসারি। দুয়ে দুয়ে চার করে নিতে বেশি সময় লাগেনি অনুরাগীদের। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে টলিউডের পাওয়ার কাপলের একসঙ্গে ছুটি কাটানোর ছবি দেখতে উৎসুক অনুরাগীরা।