বড়পর্দায় এবার 'প্রেমের কথা' বলবে দেব (Dev) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । হৃষিকিং এবং গণেশুনি প্রযোজনা সংস্থার প্রথম বাংলা ছবি । তবে জানা গিয়েছে বাংলা নয়, এর শুটিং হবে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৃষিকিং প্রযোজনা সংস্থা জানিয়েছে, বাংলায় নায়ক হিসাবে তাঁদের প্রথম পছন্দ দেব । কারণ, টলিউডের জনপ্রিয় নায়ক হিসাবে দেবকেই চেনে তাঁরা । অন্যদিকে, নায়িকা হিসাবে মিমিও তাঁদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে । তাই তাঁদের প্রথম বাংলা ছবির নায়ক-নায়িকা হিসাবে দুই তারকাকেই চাইছে নির্মাতারা । জানা গিয়েছে, খুব শীঘ্রই কলকাতায় আসবেন
দুই প্রযোজনা সংস্থার প্রতিনিধি । দেব ও মিমির সঙ্গে ছবি নিয়ে আলোচনা করবেন । সব ঠিক থাকলে জুন-জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হবে ।
আরও পড়ুন, Kajal Aggarwal : মা হলেন কাজল আগারওয়াল, পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
কোথায় কোথায় ছবির শুটিং শুরু হতে পারে ? জানা গিয়েছে, মধ্যপ্রদেশেই পুরো শুটিংটা হবে । মধ্যপ্রদেশ পর্যটন সংস্থা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছে, সিনেমার শুটিংয়ের জন্য ভূপাল, পাঁচমারী, ওরছা, পান্না আর ইন্দোরকে বেছে নেওয়া হয়েছে ।
সিনেমার বিষয় কী ?
সিনেমার বিষয় প্রেম, ভালবাসা ও মানসিক টানাপোড়েন । দুই কলেজ পড়ুয়া প্রেম ও কাব্য । দুজনেরই কেউই একে অপরকে ছেড়ে থাকতে পারে না । কিন্তু, একসময় কাব্য-র অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় । তারপর ? তাদের প্রেম-ভালবাসা কি পূর্ণতা পাবে ? নাকি তাঁদের জীবনের গল্প পূর্ণতা পাওয়ার আগেই শেষ হয়ে যাবে ? জানা গিয়েছে, সিনেমার চমক তো সেখানেই ।
দেব এই মুহূর্তে 'কিশমিশ'-এর প্রমোশনে ব্যস্ত । আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এই সিনেমা । এছাড়া এই মুহূর্তে আরও কয়েকটি কাজ রয়েছে দেবের হাতে । অন্যদিকে, মিমি চক্রবর্তীর আগামী সিনেমা 'মিনি' মুক্তি পাবে আগামী মাসেই । দেবের মতো মিমিও সিনেমার প্রমোশনে ব্যস্ত । মাসি-বোনঝির ভালবাসা, খুনসুটি, রাগ, অভিমান... সম্পর্কের বিভিন্ন দিক দেখা যাবে এই সিনেমায় । ‘স্মল টক আইডিয়াস’-এর ব্যানারে ৬ মে মুক্তি পাচ্ছে এই ছবি ।