টলিউডের 'অপরাজিত রায়' ওরফে অভিনেতা জিতু কমল, এবং তাঁর স্ত্রী নবনীতা দাসের মিষ্টি প্রেমের রসায়ন দর্শকদের বেজায় পছন্দের৷ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি ভিডিয়ো শেয়ার করে থাকেন দম্পতি। কিন্তু জিতুর শেয়ার করা সাম্প্রতিক রিল দেখে বেজায় চটলেন নেটবাসী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জিতু একমনে ফোন ঘাঁটছেন। আর ওমনি তাঁকে পড়তে বসতে বলে একের পর এক লাথি কষালেন নবনীতা। তবুও জিতুর সেই কথা কানে গেলে তো। নবনীতার এই আচরণ দেখেই উঠেছে সমালোচনার ঝড়। যদিও এই ভিডিও যে মজার ছলেই করা তা আর বলার অপেক্ষা রাখে না।
কেউ বলছেন, 'স্বামীর গায়ে পা? কমনসেন্স নেই?', কেউ বা বলছেন, 'একী শিক্ষা, এই জন্যই তো দুর্গতি সমাজের'। তবে এই বিষয়ে এখনই কোনও মুখ খোলেননি তারকাজুটি৷ এমনিতে এই দম্পতি সারাক্ষণই প্রেমেই মজে থাকেন। কার্যত একে অপরকে চোখে হারান তাঁরা। তাঁদের আদর সোহাগের মিষ্টি ছবি ভিডিও দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মাঝেমধ্যেই পোস্ট করেন তাঁরা। রেসুরেন্ট থেকে পুজো, শপিং মল থেকে ঘুরতে যাওয়া সবেতেই দুজন যেন রাজযোটক।