চৈতালি দাশগুপ্ত । সাদা-কালো টিভির জমানায় দূরদর্শনের ইতিহাসে রঙিন হয়ে আছে তাঁর নাম । সেইসঙ্গে বিভিন্ন ধারাবাহিক ও সিনেমাতেও কাজ করেছেন । সম্প্রতি, ৭০টা বসন্ত পার করে ফেললেন চৈতালি দাশগুপ্ত । কেক কেটে, নাচে-গানে, পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের সন্ধেটা কাটালেন তিনি । রবি ঠাকুরের গানে পাও মেলালেন । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর ছেলে ও পরিচালক বিরসা দাশগুপ্ত ।
ভিডিওতে দেখা গেল, ঘর ভর্তি মানুষ । সম্মিলিত কণ্ঠে গাইছেন রবীন্দ্রসঙ্গীত, 'আমার মল্লিকা বনে' । সেখানে মধ্যমণি চৈতালি দাশগুপ্ত । তাঁর পরনে খয়েরি সিল্কের শাড়ি,গলায় হার, চুলে গোঁজা সাদা রঙের ফুল । যেন একটুকরো বসন্ত । রবি ঠাকুরের গানে নাচলেন । আর তাঁকে সঙ্গে দিলেন শাশ্বতী গুহঠাকুরতা । তাঁদের দেখে যেন নস্ট্যালজিক বাঙালি । মনে পড়ে যাবে দুরদর্শনের দিনগুলি ।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে করে বিরসা লেখেন,'মা ৭০-এ পা দিলেন । শুভ জন্মদিন । ' জন্মদিনের আসরে দেখা গেল বউমা বিদিপ্তা চক্রবর্তীকেও । তিনিও গান গাইলেন । ভিডিওতে নাচ-গানের পর কেক কাটতে দেখা গেল চৈতালি দাশগুপ্তকে । খেলেন পায়েসও । এককথায় জমে গেল জন্মদিনের সন্ধে ।