Nusrat Jahan : লাইট-ক্যামেরা-অ্যাকশন নয়, পুজোর চারদিন পরিবারের সঙ্গে হইহুল্লোড় মাস্ট, কেমন কাটল পুজো?

Updated : Oct 12, 2024 14:38
|
Editorji News Desk

বছরভর বিভিন্ন ব্যস্ততা থাকলেও, পুজোর চারটে দিন সম্পূর্ণ অন্যরকম। কারণ পুজোর দিন মানেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন সকলে। বাদ যান না সেলেব দম্পতিরাও। নিজেদের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটান তাঁরাও। এই চারদিন আর কোনও লাইট-ক্যামেরা-অ্যাকশন নয়। এই চারদিন তাঁরা শুধুই মা। সন্তানদের নিয়ে কেমন পুজো কাটালেন টলিসেলেবরা? 

দুর্গা পুজো হোক কিংবা রথ সবেতেই সমান ভাবে অংশগ্রহণ করেন অভিনেত্রী নুসরত জাহান। এই বছরও অন্যথা হল না। সাবেকি বাঙালী সাজে ছেলের সঙ্গে অষ্টমী-নবমী কাটালেন টলি অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার যশ এবং ঈশানকে নিয়ে আদ্যপ্রান্ত বাঙালী সাজে ধরা দিলেন অভিনেত্রী। যে ছবি ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একইসঙ্গে অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। 

নুসরতের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, এক্কেবারে বাঙালী পোশাকে ছোট্ট ঈশান। সাদা রঙের ধুতি পঞ্জাবি রয়েছে তার পরনে। পঞ্জাবিতে আবার লাল সুতোর কাজ করা। নুসরত জাহানের পরনেও ছিল লাল শাড়ি। আর অভিনেত্রীর কোলে বসে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ঈশান। পাশেই বসে রয়েছেন যশ। অভিনেতা পরেছিলেন আকাশি রঙের পাঞ্জাবি।  

যশের দুই সন্তান। প্রথম স্ত্রীর ছেলে রিয়াংশ। আর দ্বিতীয় সন্তান ঈশান। দুই ছেলেকে নিয়ে সুখী পরিবার। কিন্তু দুই ছেলেকে বরাবর সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রাখেন অভিনেত্রী নুসরাত। কিন্তু এই ছবিতে শুধুমাত্র ঈশানকে দেখে বড় ছেলে কোথায় সেই প্রশ্নও করেছেন নেটিজনরা।  

অন্যদিকে, প্রত্যেক বছরই ছেলে ইউভানকে নিয়ে দক্ষিণ কলকাতায় নিজেদের আবাসনেই দুর্গা পুজো কাটান পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বছরের পুজোটা একটু অন্যরকম। কারণ এটাই প্রথম পুজো রাজকন্যে ইয়ালিনির। তাই সপ্তমীর সকালেই দুই ছেলে মেয়েকে নিয়ে পুজো উপভোগ করেছেন তাঁরা। মা-বাবার সঙ্গে ঠাকুরও দেখেছে ছোট্ট ইয়ালিনি।

পরিবারের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে, রাজের পরনে নীল পাঞ্জাবী। অভিনেত্রীর পরনে লাল পাড় নকশাকাটা সাদা শাড়ি। সঙ্গে ইউভান এবং ইয়ালিনি। ইউভানের পরনে সাদা পাজামা-পঞ্জাবি আর গোলাপি পোশাকে ইয়ালিনি।

মল্লিক বাড়ির ছবিটাও কিছুটা এক। পরিবারের নতুন সদস্য আসছে। ফের মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আগেই জানিয়েছেন সেই খবর। মহাষ্টমীর দিন তাঁকেও দেখা গিয়েছে পরিবারের সঙ্গে। মল্লিক বাড়ির পুজো এবার শতবর্ষে পা দিয়েছে। কিন্তু আরজি কর কাণ্ডের জেরে পুজোতে আমজনতার জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল। শুধু পরিবারের সকলের উপস্থিতিতে চলতি বছরের পুজোর আয়োজন করা হয়েছে। 

 অষ্টমীর দিন সপরিবারের ছবির ঝলক শেয়ার করেছেন কোয়েল মল্লিকও।  ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের শাড়ি। ছবিতে কোয়েলের পাশাপাশি দেখা গিয়েছে তাঁর বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানে, মা ও একরত্তি ছেলে কবীর। পাঞ্জাবি পরেছিলেন রঞ্জিত মল্লিক ও রানে। মায়ের সঙ্গে রঙ মিলিয়ে অফ হোয়াইট পাঞ্জাবিতে সেজেছিল কোয়েল পুত্র কবীরও।    

Durga Puja 2024

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ