বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল বিরশা দাশগুপ্তর 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র টিজার। মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারের বোঝা গেল রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনা দিয়ে তৈরি এই ছবি।
টিজারের শুরুতেই সাদা ধুতি আর কালো ফ্রেমের চশমা পরে একেবারে সত্যান্বেষী লুকে ধরা দিলেন দেব। তাঁর মুখে শোনা গেল সংলাপও। রহস্য সন্ধানী দেব প্রশ্ন ছুঁড়ে দিলেন, 'আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কী করে?'
আরও পড়ুন - ‘চলা যাতা হুঁ’ ! অন্য মেজাজে যীশু-সৃজিত, মাউথ অর্গান-ড্রাম বাজিয়ে কাটালেন দুপুর
টলিউডে একাধিক ব্যোমকেশ রয়েছে। এর মধ্যেই আরও ব্যোমকেশ! তাও দেব শুনে বিস্তর জলঘোলা হয়েছিল। কিন্তু কথা দিয়েছিলেন দেব। জানিয়েছিলেন ব্য়োমকেশ-কে অন্য মাত্রায় কাহিনিতে তুলে ধরবেন। টিজার যেন সেই কথা রাখারই এক ঝলক প্রমাণ দিল। পর্দায় ব্যোমকেশ হিসেবে দেব কতটা নিজেকে প্রমান করতে পারবেন তা দেখা যাবে আগামী ১১ অগাস্ট।
এই ছবিতে ব্যোমকেশের সত্যবতী হয়েছেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে অজিতের ভূমিকায় রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। এছাড়াও টিজারে দেখা মিলেছে রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়দের।