কয়েকদিন ধরেই একের পর এক সিনেমার নাম ঘোষণা করে চমক দিচ্ছেন বনি-কৌশানী (Bonny-Kaushani) । এবার আরও এক চমক নিয়ে হাজির তারকা জুটি । রাজস্থানী ও বাঙালি দুইয়ের মিশেলে এক নতুন পদ রান্না শুরু করেছেন তাঁরা । নাম 'ডাল বাটি চুরমা চচ্চড়ি' (Daal Baati Churma Chochhori)। হেদুয়ায় বসে জমিয়ে রান্না-বান্না শুরু করে দিয়েছেন । ব্যাপারখানা কী ?
আসলে এটি কোনও পদ নয়,বনি-কৌশানীর (Bonny-Kaushani New Film Shooting) নতুন ছবি । যার শুটিং শুরু হয়েছে সোমবার থেকে । সেখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশানী । শুধু অভিনয় নয়, সিনেমার প্রযোজনাও করছেন তাঁরা । এটাই তাঁদের প্রযোজনা সংস্থা বিকে এন্টারটেইনমেন্টের প্রথম ছবি । পরিচালনায় হরনাথ চক্রবর্তী । বনি-কৌশানী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।
আরও পড়ুন, Arijit Singh: স্কুলে ঢুকতেই দেখা ইংরেজি দিদিমণির সঙ্গে, জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর ছবি ভাইরাল
ডাল বাটি চুরমা সাধারণত রাজস্থানী খাবার । আর চচ্চড়ি হল বাঙালি খাবার । কিন্তু, সিনেমার নামে এমন রাজস্থানী ও বাঙালি মিশেল কেন ? জানা গিয়েছে, ছবিতে নাকি বনি-কৌশানী একেবারে বিপরীত মেরুর । বনি রাজস্থানী পরিবারের ছেলে । উত্তর কলকাতায় থাকে । আর কৌশানী একেবারে খাঁটি বাঙালি, দক্ষিণ কলকাতার মেয়ে । দুই পরিবারের ঝগড়াঝাঁটি, রাগ থেকে ভাব-ভালবাসা মিলিয়ে আদ্যপান্ত কমেডি সিনেমা দেখতে পাবে দর্শক ।
এই মুহূর্তে আরও তিনটে সিনেমা হাতে রয়েছে বনি-কৌশানীর । 'অন্তর্জাল' এ মাসেই মুক্তি পাবে । এছাড়া, 'শুভ বিজয়া' ও 'রাতের শহর'- দু'টি ছবির ঘোষণা করেছেন তাঁরা ।