পোস্টার রিলিজের সময়েই একটা হইচই শুরু হয়েছিল, 'অ্যানিমেল' এবং 'পারিয়া'এর অদ্ভুত মিল দেখে। তবে, তথাগত মুখোপাধ্যায় জানিয়েছিলেন তাঁদের পোস্টার আগে তৈরি হয়েছে। এবার 'অ্যানিমেল' ছবির খলনায়ক খোদ লর্ড ববিকে দেখা গেল 'পারিয়া'র ট্রেলার শেয়ার করে গোটা টিমকে শুভেচ্ছা জানাতে।
একেবারে 'পথকুকুরদের' নায়ক করেই এই ছবির গল্প বুনেছেন তথাগত। পথকুকুরদের ভারতের একাধিক জায়গায় 'পারিয়া' বলা হয়। এর আভিধানিক অর্থ 'নির্বাসিত'। দেশের প্রতিটি কোণাতেই তারা একদল মানুষের হাতে নির্যাতিত৷ কিন্তু তাঁদেরই 'মসিহা' বিক্রম। নিঃসন্দেহে ববির শুভেচ্ছা, এই ছবিকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারবে৷