নববর্ষে বাংলা সিনেপ্রেমীদের জন্য একগুচ্ছ সুখবর দিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বছরভর বাঙালিকে হলমুখী রাখতে, এবং ব্লকব্লাস্টার ছবি বানাতে হাত মিলিয়েছেন রাজ,সৃজিত, অনির্বাণরা। গাঁটছড়া বেঁধেছে জিও স্টুডিওস, SVF ও। এসভিএফের হাত ধরেই ২০২৩ এবং ২৪ সালে পর পর আসতে চলেছে একের পর এক নতুন মোড়কের ছবি৷
Byomkesh-Dev: উঠল পর্দা, প্রকাশ্যে দুর্গরহস্য ছবিতে 'ব্যোমকেশ' দেবের ফার্স্টলুক
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে জোড়া ছবির সিক্যুয়েল। 'ভিঞ্চি দা' এবং '২২ শে শ্রাবণ' দুই ছবির মিশেলে সিক্যুয়েল আসছে 'দশম অবতার'। 'বল্লভপুরের রূপকথা' ছবি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনার স্বাদ নিয়েছেন বাঙালি। এবার অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'অথৈ' এবার বড়পর্দায়, ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'বগলা মামা যুগ যুগ জিও', মিঠুন চক্রবর্তীর দেখা মিলবে 'কাবুলিওয়ালা'র চরিত্রে। আসছে রাজ চক্রবর্তীরও একটি ছবি। সৃজিতের পরিচালনায় বাংলার প্রথম পুলিশ ব্রহ্মাণ্ড বা কপ ইউনিভার্স তৈরি হচ্ছে এই পুজোতেই।