২০১৪ -২০২১। আট বছর শহরের প্রথম সারির প্রযোজনা সংস্থায় কাজ করেছে। বাড়ি বদলে এবার দেবের সংস্থার সঙ্গে হাত মিলিয়ে করলেন 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। 'ব্যোমকেশ' দেবকে নিয়ে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজও। এই মধ্যেই মুখ খুললেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
বিরসার মতে, ঘোলা জলের দিকে তাকাতে চান না তিনি। প্রত্যেকের গল্প বলার আলাদা ধরন আছে। মানুষ সিনেমাহলে গিয়ে এই দুর্গ রহস্য দেখুক। বাড়িতে বসে দেখুক ব্যোমকেশ সিরিজ। এমনই মনে করছেন বিরসা।
একটানা ওই সংস্থার সঙ্গে কাজ করে বেরিয়ে এসেছেন। এবার কতটা কঠিন কাজ! পরিচালক বিরসার জবাব, তিনি ফ্রিল্যান্সে কাজ করেন। যে কোনও সংস্থার সঙ্গে ছবি বানাতে পারেন। যাদের কাছে স্বত্ব ছিল, তাদের সঙ্গেই ছবি করেছেন। মনে করছেন বিরসা।