পদবি নিয়ে যত ঝামেলা । যাকে বলে 'পদবির পদাবলী'। বিয়ের পর পদবি বদলাতে চায় না মিঠি । আর তাতেই শ্বশুরবাড়ির আপত্তি । বৌমার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ শ্বশুর-শাশুড়ি । কিন্তু, একটা সময় বদলে যায় শাশুড়ির ধারণা । পদবির মধ্যে দিয়ে নিজের সত্তাকে ফিরে পাওয়ার লড়াই শুরু হয় শাশুড়ি-বৌমার । মুক্তি পেল এসভিএফ (SVF)-এর নতুন ছবি 'কুলের আচার'-এর ট্রেলার (Kuler Achar Trailer Released) । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)।
শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার । এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ইন্দ্রাণীর বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে । ১৫ জুলাই মুক্তি পাচ্ছে এই সিনেমা ।
ট্রেলারের প্রথমেই দেখা গেল সদ্য বিয়ে হয়েছে মিঠি ও প্রীতমের । মধুচন্দ্রিমায় গিয়েছেন তাঁরা । আর সেখান থেকেই শুরু পদবীর সমস্যা । শ্বশুরবাড়িতে পদবী না বদলানোর নিয়ে নিজের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেয় মিঠি । কিন্তু, মেনে নেয় না শ্বশুর-শাশুড়ি । কিন্তু, লড়াই চালিয়ে যায় মিঠি । হঠাৎ একদিন বদলে যায় শাশুড়ি-বৌমার সমীকরণটা । পদবী বদলানোর লড়াইয়ে সামিল হন শাশুড়িও । একসময় দুজনে বন্ধু হয়ে ওঠে । এরই মাঝে রয়েছে নানা মজা- চমক । শেষ পর্যন্ত, কি লড়াইয়ে তাঁরা জিততে পারবেন ? এই 'কুলের আচার'-এক স্বাদ টক-ঝাল নাকি মিষ্টি হবে ? তার জন্য ১৫ জুলাইয়ের অপেক্ষা করতেই হবে ।