দুজনেরই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা সময় বিতর্ক চলেছে। তথাগতর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে এখন একাই থাকেন দেবলীনা। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও অনেকদিন ধরেই ‘এলিজেবল ব্যাচেলর’। কিন্তু রবিবার সন্ধেতে চমক দিলেন জুটিতে। ভাস্বর জড়িয়ে দেবলীনাকে। দেবলীনার সিঁথিতে চওড়া করে পরা সিঁদুর। ক্যাপশনে লেখা ‘সম্পন্ন’
Mahalaya 2023: একবার উত্তম কুমার করেছিলেন চণ্ডীপাঠ, বাঙালি বিক্ষোভ দেখিয়েছিল আকাশবাণীর সামনে
তাহলে কি বিয়েটাই সেরে ফেললেন ভাস্বর এবং দেবলীনা? কিন্তু ভাদ্র মাসে সাতপাক? এই নিয়ে বিতর্ক জারি ছিল। পরে জানা যায়, সৈকত দাসের আগামী ছোট ছবির নায়ক-নায়িকা তাঁরা। এর আগে একই পরিচালকের আরও একটি ছোট ছবি ক্যানভাস-এ অভিনয় করেছিলেন তাঁরা।