চারিদিকে এখন বিয়ের মরসুম । ২০২২-এর শুরু থেকেই বলিউডে একটার পর একটা বিয়ে লেগেই আছে । এখন তো রণবীর-আলিয়ার বিয়ে (Ranbir-Alia Wedding) নিয়ে সরগরম গোটা বলিউড । তাঁদের বিয়ে নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগীদের মধ্যে । তাঁদের বিয়ের হাওয়া এবার মনে হয় টলিউডেও (Tollywood) লাগতে চলেছে । বাংলায় নতুন বছর ১৪২৯ -এ ছোট-বড় পর্দা মিলিয়ে টলিউডের একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসতে পারেন । তালিকায় রয়েছেন অংকুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila) থেকে ঋতাভরী (Ritabhari Chakraborty), সোহিনীরা ।
অংকুশ-ঐন্দ্রিলা
টলিউডের অন্যতম চর্চিত জুটি অংকুশ-ঐন্দ্রিলা । তাঁদের সম্পর্ক প্রায় ১১ বছরের । শোনা যাচ্ছে, এই বছরেই শুভ কাজটা সেরে ফেলতে চাইছেন দুজনে । কয়েকদিন আগেই ঐন্দ্রিলা সেনের জন্মদিনে (Oindrila Sen birthday)বিশাল পার্টি দিয়েছিলেন অঙ্কুশ হাজরা । সেই পার্টিতে উপস্থিত ছিলেন প্রসেনজিত (Prosenjit), দেব (Dev), সোহম, শ্রাবন্তী, শুভশ্রী সহ একাধিক টলিউড তারকা । শোনা যাচ্ছে, ওই পার্টিতেই ১১ বছরের সম্পর্ককে (Ankush-Oindrila) বিয়ের পিঁড়ি অবধি নিয়ে যাওয়ার ঘোষণাটি সরকারিভাবে করে ফেলেছেন তাঁরা । যদিও, সবটাই জল্পনা । পুরো বিষয়টা জানতে, অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ।
ঋতাভরী-তথাগত
প্রেমে পড়েছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। কয়েকদিন আগেই নিজের মনের মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী । মনোবিদ তথাগত-র সঙ্গে সম্পর্ক বেশিদিনের নয় । তবে, অল্প সময়ের মধ্যে তাঁরা বুঝতে পেরেছেন যে, তাঁরা 'মেড ফর ইচ আদার' । ২০২২-এর শেষে কিংবা ২০২৩-এর প্রথমেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে । এমনকী, নতুন বাড়িও কিনছেন তাঁরা । বিয়ের পর সেখানেই সংসার পাতবেন ।
শ্রুতি-স্বর্ণেন্দু
ছোটপর্দার জনপ্রিয় নায়িকা শ্রুতি দাস (Shruti Das) । পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্ক নিয়ে বহুবার শিরোনামে এসেছেন শ্রুতি । বারবার ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন । কিন্তু, দমে যাননি কখনও । ট্রোলের জবাব দিয়েছেন, 'ডোন্ট কেয়ার অ্যাটিটিউড'রেখে বারবার নিন্দুকের কড়া জবাব দিয়েছেন । শোনা যাচ্ছে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনেই । এমনকী, তাঁদের রেজিস্ট্রিও হয়ে গিয়েছে । বছরের শেষে ধুমধাম করে বিয়ে করতে পারেন শ্রুতি-স্বর্ণেন্দু ।
সোহিনী-রণজয়
সোহিনী-রণজয়ের (Sohini-Ronojoy) প্রেম বহুদিনের । একসঙ্গেই থাকেন তাঁরা । যদিও, রণজয় একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা সেমি লিভ-ইনে থাকেন । অর্থাৎ দুজনেই দুজনের বাড়িতে যখন-তখন যান । বেশ কয়েকদিন একসঙ্গে থাকেন । কখনও আবার একাও নিজের মতো সময় কাটান তাঁরা । বিয়ে নিয়ে সোহিনী একবার জানিয়েছিলেন, বিয়ে যখন-তখন হতে পারে । তবে তাঁরা সাদা-মাটা ভাবেই বিয়ে করবেন । বেশি খরচের পক্ষপাতী নন দুজনের কেউই । তাঁরা এই বছর বিয়ে করেন কি না, সেদিকে নজর থাকবে ।
মধুরিমা বসাক
সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম-এ বড় পর্দায় ডেব্যু করছেন মধুরিমা বসাক । টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী । শোনা যাচ্ছে, এই বছরই বিয়ে করতে পারেন তিনি । পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন । নিজের পছন্দের পাত্রকে বিয়ে করছেন অভিনেত্রী । দুই বাড়ি থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে । তবে বিয়ে নিয়ে মধুরিমা এখনই খুব কিছু খোলসা করে বলতে রাজি নন ।
সবশেষে একজনের কথা না বললেই নয় । তিনি হলেন দেব । কয়েকদিন আগেই জানিয়েছিলেন, ২৯ এপ্রিল 'কিশমিশ' মুক্তির দিনই রুক্মিণীর সঙ্গে বিয়ে করবেন । তবে, মনে করা হচ্ছে, কথাটা একেবারেই মজার ছলে বলেছেন অভিনেতা । শোনা যাচ্ছে, 'কিশমিশ'-এ দুজনের বিয়ের দৃশ্য আছে । প্রশ্ন উঠছে, সেটাকেই কোনওভাবে ঘুরিয়ে বলেননি তো অভিনেতা ?