ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব আগেই দিয়েছিলেন। এবার নয়া পোস্ট করে সেই বিতর্কই যেন একটু উসকে দিলেন অভিনেত্রী-রাজনীতিবিদ পায়েল ঘোষ। আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পায়েল। যা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।
কী পোস্ট করেছেন অভিনেত্রী?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। লিখেছেন, 'দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।' যদিও অভিনেত্রীর হৃদয়ের এই ব্যকুলতা ঠিক ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির জন্য কি না তা স্পষ্ট নয়।
আরও পড়ুন - 'প্রধান'-এর শুটিং শেষ, দেবের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে কী লিখলেন মিঠাই?
শামিকে দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রস্তাব দিয়েছেন পায়েল। অভিনেত্রী তথা রাজনীতিবিদ ট্যুইট করে লিখেছিলেন, ইংরেজি শুধরে নিলেই শামিকে 'স্বামী' বানাতে রাজি বাঙালি অভিনেত্রী।