সিরিয়ালে তিনি কারও মা, কারও দিদিমা, আবার ঠাকুমা । বাস্তব জীবনেও তাঁর ভরা পরিবার । কিন্তু, এমনই অদৃষ্ট, পাশে পান না কাউকেই । হাসপাতালের বেডে শুয়ে যখন অসুস্থতায় দিন কাটছে তাঁর, সেইসময় তাঁর পাশে নেই ছেলে-মেয়ে কেউই । কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে । বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি । সংবাদমাধ্যমে তাঁর খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে । সম্প্রতি জানা গেল, অভিনেত্রীর হাসপাতালের বিল মিটিয়েছেন তাঁর গাড়ির চালক । একদিকে যখন মুখ ফিরিয়েছে পরিবারের লোকজন, তখন বন্ধু-বান্ধবদের থেকে টাকা ধার করে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন মলয় চাকীর মতো মানুষ ।
এই প্রথম নয়, আগেও হাসপাতালের বিল মিটিয়েছিলেন মলয়ই । তিনি টিভি নাইন বাংলাকে বলেন, 'এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তখন হাসপাতালের বিল হয়েছিল ২ লাখ টাকা মতো। বন্ধু-বান্ধবের থেকে টাকা ধার করে হাসপাতালের বিল মিটিয়ে ছিলাম।' পরে বাসন্তী দেবী হাসপাতাল থেকে ফিরে তাঁর সব ধার শোধ করেছিলেন বলে জানিয়েছেন । অথচ, একবারও অভিনেত্রীর খোঁজ করেননি তাঁর ছেলে-মেয়ে ।
এখন কেমন আছেন বাসন্তী দেবী ?
আইসিইউতে রাখতে হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে । মাঝে কোমায় চলে গিয়েছিলেন । বর্ষীয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এখন অনেকটা ভাল আছেন বলে জানা গিয়েছে । হাসপাতালের বিছানা থেকে উঠেও বসেছেন। অল্প অল্প কথাও বলছেন অভিনেত্রী।