প্রয়াত টলিউডের বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের পুত্র অভীক চন্দ। পেশায় লেখক ছিলেন ৫১ বছরের অভীক। সোমবার রাতে কলকাতায় নিজের বাড়িতেই মারা যান অভীক। ছেলের অকাল প্রয়াণে শোকে বিহ্বল বরুণ বাবু। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কান্নায় ভেঙে পড়েন, জানান, সাধারণত ছেলেরা পিতৃশ্রাদ্ধ করে থাকে, তাঁর দুর্ভাগ্য তিনি পুত্র কৃত্য করছেন।
প্রেসিডেন্সি কলেজ এবং দিল্লি স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তনী অভীকের লেখার হাত ছিল দুর্দান্ত। কিছুদিন চাকরির পর একটি ইংরেজি পত্রিকায় কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন বরুণ পুত্র। এরপর লেখালিখিকেই ধ্যান জ্ঞান করেন অভীক।