কার্যত নিজের কায়দায় টলিউডে রাজ করছেন অভিনেতা সাংসদ দেব (Dev)। একের পর এক পাওয়ারপ্যাক ছবি নিয়ে কোমর বেঁধে মাঠে নামছে 'দেব ভেঞ্চার্স'। ইতিমধ্যেই 'বাঘাযতীন' ছবির শ্যুটিং সেরেছেন দেব, এখন তিনি নিজেকে গড়ে তুলছেন বিরসা দাশগুপ্তের 'দুর্গরহস্য' ছবির ব্যোমকেশ হিসেবে। অন্যদিকে, দেন প্রেয়সী রুক্মিনী মৈত্রকে দেখা যাবে নটী বিনোদিনী রূপে।
সব মিলিয়ে সিনেপ্রেমীদের চোখ এখন দেব ভেঞ্চার্সের 'BBB' এর দিকেই। 'ত্রিপল বি' অর্থাৎ বাঘাযতীন, বিনোদিনী এবং ব্যোমকেশ - এই তিন ছবি। দেব ভেঞ্চার্সের তরফে অস্কারজয়ী 'RRR' এর কায়দায় 'BBB' এর পোস্টার শেয়ার করে জানানো হয়েছে, 'আমরা আসছি অ্যাকশন, ড্রামা, থ্রিল পরিপূর্ণ সিনেমা নিয়ে, আপনাদের বিনোদন দিতে।